এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
সারা দেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৪র্থ পর্যায়ে ১২৭ টি ঘরের উদ্বোধন এবং সনদ বিতরন করা হয়েছে।
আজ ২২ মার্চ ২০২৩ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪র্থ পর্যায়ে ১২৭ টি ঘরের চাবী ও দলীল হস্তান্তর করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা , পানছড়ি উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল খালেক, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনিক কর্মকর্তাগণ, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহির উদ্দিন, চেঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার চাকমা, লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮