এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি।।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আত্মত্যাগীদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন।
আজ শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ সকালে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলস্থ বঙ্গবন্ধুসহ জাতীয় চার (৪) নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় ১ মিনিট নীরবতা পালন করে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে চেঙ্গী এস্কোয়ারে অবস্থিত শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় আত্মত্যাগী শ্রেষ্ঠ সন্তানদের।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রামের ৩০৯ নং আসনের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা , শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সহসভাপতি ও মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবা মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু, পৌর যুবলীগের সভাপতি ও ২নং ওয়ার্ড কমিশনার মানিক পাটোয়ারীসহ দলের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ গ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮