পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি চর্চা কেন্দ্র 'ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি'র পরিচালক পদে নিয়োগ পেলেন কবি পরাগ রিছিল।
মঙ্গলবার (৮ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়,"ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১(২) অনুযায়ী জনাব পরাগ রিছিল-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তা এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।"
পরাগ রিছিল বাংলাদেশের একজন কবি ও লেখক। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের নাম "উমাচরণ কর্মকার"। পরাগ রিছিল বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও লেখা প্রকাশ করেন। তার কবিতায় প্রেম, প্রকৃতি, এবং সমাজের নানা দিক প্রতিফলিত হয়। সাহিত্যকর্মের মাধ্যমে তিনি বাংলা সাহিত্য জগতে একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮