মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র ২০২৩ শিক্ষাবর্ষে চূড়ান্ত খেলোয়ার (বালিকা) হিসেবে নির্বাচিত হলেন সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠির দরিদ্র পরিবারের তিন শিক্ষার্থী।
গতকাল বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ মিজানুর রহমান (পিএসসি) স্বাক্ষরিত পত্রের চূড়ান্ত তালিকায় তারা নির্বাচিত হন। তালিকায় একই শিক্ষাবর্ষে বালক ২৪ জন ও বালিকা ১০ জনসহ ৩৪ জন রয়েছেন।
বালিকা শাখার চূড়ান্ত তালিকার মেধাক্রমে সিরাজগঞ্জের তাড়াশের নিমগাছির ক্ষিরপোতা গ্রামের অনন্ত চন্দ্র উঁরাও’র মেয়ে অনামিকা রানী উঁরাও চতুর্থ স্থানে। জেলার রায়গঞ্জ উপজেলার সোনাকান্দি শালিয়াগাড়ির গোকুল চন্দ্র মাহাঁতোর মেয়ে তিথি রানী মাহাঁতো রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া রায়গঞ্জের গোতিথা গ্রামের মনিলাল মাহাঁতোর মেয়ে অয়ন্তবালা মাহাঁতো ষষ্ঠতম স্থানে। তাড়াশ বিষমডাঙ্গা বালিকা স্কুল এন্ড কলেজের এই নারী শিক্ষার্থীরা বিকেএসপিতে সপ্তম শ্রেনীতে পড়তেন।
নারী শিক্ষার্থীদের বিকেএসপিতে চূড়ান্ত পর্বে নির্বাচিত হবার বিষয়টি জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্রীড়া একাডেমির সভাপতি সঞ্জিব কুমার মাহাঁতো,সাধারণ সম্পাদক নিরঞ্জন মাহাতো,প্রশিক্ষক গোকুল চন্দ্র মাহাতো এবং তাড়াশের বিষমডাঙ্গা বালিকা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চঞ্চল কুমার মাহাঁতো নিশ্চিত করেছেন।
দরিদ্র পরিবারের মেয়ে সন্তানেরা অনেক বাস্তবতা-বাঁধা বিপত্তি পেরিয়ে এতোদূর আসতে পারায় গর্বিত তাদের অভিবাবকবৃন্দ। জানা গেছে,নারী শিক্ষার্থীর অভিভাবকগণ নিজ নিজ উপায়ে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে এরই মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু করেছেন। তবে এলাকার গর্ব এসকল মেয়েদের উৎসাহ যোগাতে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮