প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৮:৩২ পি.এম
ক্ষমা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন তিনি।
রবিবার -১৬ ফেব্রুয়ারি- এক জরুরি সংবাদ সম্মেলনে মো. জুলফিকার আলী বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত শনিবার -১৫ ফেব্রুয়ারি- বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাঁওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি।
আবারও মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২