মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের রঘুয়ারদরিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে শ্রেণী কক্ষে ঘুমাচ্ছেন শিক্ষিকা বাহিরে খেলাধুলা করছে শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় বুধবার -১০ জুলাই- দুপুর ১১টার সময় ১ম -শিউলি কক্ষ- শ্রেণীর ক্লাস রুমে টেবিলে বসে ঘুমাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ শাহিদা বেগম। তার সামনের দুইটি বেঞ্চে দুজন শিক্ষার্থীর বই খাতা ব্যাগ রয়েছে। তিনি ঘুমিয়ে থাকার কারণে শিক্ষার্থীরা বাহিরে খেলাধুলা করছে বলে দাবী শিক্ষার্থীদের।
এবিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য এ প্রতিবেদকের সঙ্গে ক্ষমা চেয়ে রঘুয়ারদরিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ শাহিদা বেগম বলেন- একটু শরীর খারাপ লাগছিলো তাই ঘুমিয়েছিলাম। মানুষের তো ভুল হতে পারে আপনার কাছে মাপচাইলাম তারপরও আপনি যদি একটু সেক্রিফাইজ না করেন তাহলে হয় বলেন।
ওদের পড়ানো শেষ তাই বাহিরে খেলাধুলা করতে গেছে। দুপুর ১১টা বাজে ক্লাস শেষ হয় কেমন করে এমন প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এবিষয়ে কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি তবে এই যুগে ক্লাসে বসে শিক্ষিকা ঘুমিয়ে থাকবে আর শিক্ষার্থীরা বাহিরে খেলাধুলা করবে এটা মেনে নেওয়া যায় না। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮