মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
খুলনার কামারখোলায় যৌথ অভিযানে ১টি অবৈধ ওয়ান শুটার পাইপ গান- ৪ রাউন্ড কার্তুজসহ ১জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার -১১ অক্টোবর- সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান- গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত খুলনা জেলার দাকোপ থানাধীন কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ -৫৪- নামক একজন দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে আজ আজ শুক্রবার রাত আনুমানিক ১টায় ঐ এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে শাহ আলম শেখকে ১টি অবৈধ ওয়ান শুটার পাইপ গান- ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সকল আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়।