শাহাদাত হোসেন রাসেল,
নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।১৮ই আগষ্ট (বুধবার) বেলা ১২ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়ন থেকে এই মরদেহটি উদ্ধার করা হয় ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির পুকুরে সকালে একজন অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮