গবেষকরা বলছেন, যুক্তরাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে মাথাব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া।
কোভিডের উপসর্গ বিষয়ক গবেষণা- জোয়ি কোভিড সিম্পটমস স্টাডি- এর গবেষক অধ্যাপক টিম স্পেকটর বলেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা "মারাত্মকভাবে সর্দি লাগার মতোই" মনে হতে পারে।
যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে।
যে কারো যদি সন্দেহ হয় যে তিনি হয়তো কোভিডে আক্রান্ত হয়ে থাকতে পারেন তাহলে তার অবশ্যই টেস্ট করানো উচিত।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস এর মতে সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো:
•কাশি
•জ্বর
•স্বাদ ও গন্ধ না পাওয়া
কিন্তু অধ্যাপক স্পেকটর বলছেন যে এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না। জোয়ি টিম নিজেদের অ্যাপে কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের অন্তর্ভুক্ত করা উপসর্গ ভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে।
তিনি বলেন, "মে মাসের শুরু থেকে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে সেগুলো পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে যে- তা আগের উপসর্গগুলোর মতো নয়।" সূত্র- বিবিসি
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮