সিলেট প্রতিনিধি
গত ২৮-০২-২০২৫খ্রি. আনুমানিক ২০.০০ ঘটিকায় নগরীর কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়া -৫০-কে জয়দীপ চৌধুরী মাধব -৩৫- এর নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরো ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় হকার কাজল মিয়া -৫০-, পিতা -মৃত আব্দুল ওয়াফ, মাতা-মৃত জুমেলা খাতুন, সাং-সুরমা মার্কেট তালতলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে ১। জয়দীপ চৌধুরী মাধব-৩৮-পিতা-অজিত চৌধুরী গ্রাম-দাড়িয়াপাড়া থানা- কোতোয়ালী মডেল, জেলা-সিলেট সহ ৭-৮ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১-০৩-২০২৫খ্রিঃ ধারা-৩৬৫-৩৮৫-৩৮৬-৩৮৭-৩২৩-৩৪ পেনাল কোড রুজু করা হয়।
উক্ত মামলার প্রধান আসামী ১। জয়দীপ চৌধুরী মাধব -৩৫- পিতা-অজিত চৌধুরী গ্রাম- দাড়িয়াপাড়া থানা- কোতোয়ালী মডেল, জেলা-সিলেটকে অদ্য ০২-০৩-২০২৫খ্রি. সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮