ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।
সারাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলনের -কমপ্লিট শাটডাউন- কর্মসূচী।তারই অংশ হিসেবে ময়মনসিংহের টাউনহল চত্বরে জড়ো হয়ে আন্দোলনে তাদের কর্মসূচীতে অংশ নিচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র ছাত্রীরা।
১৮ জুলাই -বৃহস্পতিবার- সকাল ১১ টায় টাউনহল চত্বরে জড়ো হয়ে কমপ্লিট শাটডাউন- কর্মসূচী শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার নগরী ময়মনসিংহের প্রায় সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- আনন্দ মোহন কলেজ,মুমিন্নুননিসা সরকারী কলেজসহ- পলিটেকনিক ইনস্টিটিউট ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ছয়জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী নিশ্চিত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন –বিজিবি কেবল মহাসড়ককেন্দ্রিক টহলে থাকবে।এছাড়াও আজ সকাল থেকে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন পয়েন্টে র্যাব- পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ পাটগুদাম- ব্রীজমোড় ও শম্ভুগঞ্জ ব্রীজে অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচী পালন করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮