প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৯:৪৭ এ.এম
কোটা সংষ্কার আন্দোলন- রামগঞ্জে ছাত্রলীগ নেতার পদত্যাগ।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ হেমায়েত ।
মঙ্গলবার -১৬ জুলাই- দিনগত রাত ১০টায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি -ঐঊ গঊ ণঊঞ- থেকে আমি মোঃ হেমায়েত- ২নং নোয়াগাঁও ইউনিয়ন- ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম পোষ্ট করার পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
পদত্যাগের পোষ্ট দেয়ার কয়েক ঘন্টা আগে তিনি কোটা সংষ্কার আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ করেও একটি পোষ্ট ফেসবুকে প্রকাশ করেন। সেখানে তিনি কাহারো আদরের সন্তান এবং কোন ভাইয়ের আদরের বোন শীর্ষক পোষ্ট করেন।
পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি এবং বেশ কয়েকজন শুভাকাঙ্খী ছাত্রলীগ নেতা মোঃ হেমায়েতকে সাধুবাদ জানান। সমালোচনা করতেও ছাড়েননি ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ।
এ ঘটনায় পদত্যাগকারী ছাত্রলীগ নেতা মোঃ হেমায়েত ফেসবুক ম্যাসেঞ্জারে জানান- যে সিদ্ধান্ত নিয়েছি-স্বেচ্ছায় নিয়েছি। ভাই আমি ব্যস্ত আছি- পরে কথা বলবো।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল পাটোয়ারী জানান- আমি এ বিষয়ে কিছু জানিনা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউজ্জামান অপু মাল জানান- নিয়মতান্ত্রিকভাবে সে পদত্যাগ করেনি। ফেসবুকে পোষ্ট দিয়ে পদ থেকে অব্যাহতি নেয়ার বিষয়টি আমি শুনেছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২