নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় এক লাখ টাকার জাল নোটসহ সোহেল আরমান নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গত ১৪ এপ্রিল শুক্রবার কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় চেকপোষ্ট চলাকালীন সময়ে মোটরসাইকেল যোগে মোঃ সোহেল আরমান নামে এক যুবক আসলে তাকে থামায়। মোটরসাইকেলটি থামানোর পর মোঃ সোহেল আরমান (৪০)’কে দেহ তল্লাশী করে তার কোমড়ে মোবাইল রাখার ব্যাগ হতে ১,০০০/- (এক হাজার) টাকা নোটের ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকার ০১টি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলের টাকাগুলো সন্দেহ হয়। সন্দেহ বশত টাকা গুলো চেক করে দেখা যায়, ১,০০০/- (এক হাজার) টাকা নোটের একই নাম্বারের একাধিক নোট রয়েছে এবং টাকা গুলো অরজিনাল টাকার নোট হতে একটু ভিন্ন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার এই কাজের সহযোগী আসামী মোঃ শরীফ (২৮)। গ্রেফতাকৃত আসামী মোঃ সোহেল আরমান আরও জানায়, উক্ত জাল টাকা গুলো তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জ্ সহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকে। জাল টাকা গুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকে। সে দেশের বিভিন্ন স্থানে এই জাল টাকা ব্যবসার বিভিন্ন চক্রের সাথে জড়িত রয়েছে।তার বিরুদ্ধে সিএমপি চট্রগ্রাম, কুমিল্লাসহ দেশে বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্তে ১০ টি মামলা রয়েছে মর্মে জানা যায়।জালনোটসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮