প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৯:৪২ এ.এম
কুমিল্লায় বৃক্ষ বিতরণ ও বৃক্ষ মেলা-২০২৪ এর উদ্বোধন।।
কুমিল্লা নগরীর ঢুলিপাড়া চৌমুহনীতে বাংলাদেশ ভলান্টিয়ারস ফোরাম ও তোয়া এগ্রো নার্সারীর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ মেলা-২০২৪- এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ভলান্টিয়ারস ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন শাওন মৈশান এবং তোয়া এগ্রো নার্সারীর প্রতিষ্ঠাতা মোঃ মামুন মিয়া।
সপ্তাহব্যাপী চলা এই মেলায় দেশী-বিদেশী কয়েকশ প্রজাতির- হাজারো গাছ প্রদর্শিত হচ্ছে। বিদেশী ও সৌখিন গাছের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে ইউনিট-২। মেলার অন্যতম আকর্ষণ বিনামূল্যে বৃক্ষ বিতরণ- যা মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মোঃ আল আমিন শাওন মৈশান বলেন- প্রতিবছরই আমরা বৃক্ষরোপণ এবং এই বিষয়ে গণসচেতনতা তৈরিতে কাজ করি। এই বছর আমরা কিছুটা ভিন্ন আঙ্গিকে কাজ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ মানুষজনও সাড়া দিচ্ছে। যারা বৃক্ষরোপণে আগ্রহী- তাদেরকে বিনামূল্যে গাছ বিতরণ করছি যাতে আরও উৎসাহিত হয়। আমাদের লক্ষ্য- এই মেলা কুমিল্লার বৃক্ষপ্রেমীদের মিলনমেলায় পরিণত হোক এবং আমরা প্রতি বছর এটি আয়োজন করতে চাই।
তোয়া নার্সারীর প্রতিষ্ঠাতা মোঃ মামুন মিয়া বলেন- বাংলাদেশ ভলান্টিয়ারস ফোরামকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আমি এবং আমার নার্সারীর সকল সদস্য গর্বিত এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে।
এই মেলার মাধ্যমে কুমিল্লার মানুষ পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে আরও বেশি উদ্দীপ্ত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন আলোকিত দর্পণ অনলাইন পত্রিকা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২