চঞ্চল,
কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জব্দকৃত এই মাদকের বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ০১:৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন কাশিপুর বিওপি’র দক্ষিণ অনন্তপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা ৭৫ বোতল ফেন্সিডিল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,“সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮