প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৮:৩৪ পি.এম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন,
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ ফরিদ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শেখ ফরিদ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচ মাথা এলাকার মৃত আমজাদ দেওয়ানির পুত্র।
পুলিশ জানায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পরে আদালত তাকে পাঁচ বছরের সাজা দেয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২