সোহানুর রহমান বাপ্পি , ক্রাইম রিপোর্টার
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় আব্দুস সোবহান দুলাল -৫৫- নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার -২৪ এপ্রিল- দুপুরে, হাসপাতালের ৫ম তলার ৫০৫৯ নম্বর কেবিনে। নিহত আব্দুস সোবহান দুলাল জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরদিন থেকেই তিনি সুস্থতার দিকে যাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্বজনদের অভিযোগ, অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর একজন নার্স এসে অক্সিজেন সরবরাহ করেন, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
দুলালের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। তারা অভিযোগ করেন, চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে তাদের পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির বলেন, “রোগীর স্বজনদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ঘটনাটি নিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮