ইয়াসিন ইসলাম আপন, জেলা প্রতিনিধি:
স্থানীয়রা জানায়,কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিলো।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা।এ ঘটনার জেরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় সৈয়দ এহসানুল হুদার লোকজন।খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২২ জনকে আটক
করে।তাদের কাছ থেকে একটি পিস্তল,ছয় রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আটককৃতরা ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী এবং বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথবাহিনী সূত্র জানায়,আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনার বাজিতপুর থানায়
মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮