সোহানুর রহমান বাপ্পি ক্রাইম রিপোর্টার
কিশোরগঞ্জের বিভিন্ন খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পঁচা মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত এই জরিমানা করেন। এ ঘটনায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’–কে ২ লাখ টাকা জরিমানা করা হয় পঁচা মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের জন্য। এছাড়াও, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ‘নিউ ঢাকা ফুড প্রোডাক্টস’ এবং ‘কিশোর ফুড প্রোডাক্টস’–কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ‘ভাই ভাই হোটেল’-এর মালিক মো. আহাদ মিয়ার ছেলে মাহবুব বলেন, “আমাদের হোটেলের আজকের অভিযানে যে জরিমানা করা হয়েছে, তা অযৌক্তিক। এটা ক্ষমতার অপব্যবহার। দুনিয়ায় না হলেও পরকালে এর জবাব আল্লাহকে দিতে হবে।”
এদিকে, বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাঁরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮