ইয়াসিন ইসলাম আপন, জেলা প্রতিনিধি:
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত নার্সিং কর্মকর্তাদের মৌলিক অধিকারের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। স্বারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জুশ্রী রানী সরকার ম্যাডাম,সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রাণী বর্মন ম্যাডাম,২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ এর সেবা তত্ত্বাবধায়ক( ভারপ্রাপ্ত) কামরুন্নাহার ম্যাডাম,নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জের ইন্সট্রাক্টর ইনচার্জ দীপন কুমার দত্ত স্যার, নার্সিং ইনস্ট্রাক্টরবৃন্দ নাফিসা ইসলাম নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ, নার্সিং সুপারভাইজারবৃন্দ, নার্সিং ইনচার্জবৃন্দও নার্সিং কর্মকর্তাবৃন্দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,কিশোরগঞ্জ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার। সভাপতি: মোহাম্মদ কামরুল হাসান,সহ-সভাপতি : মোহাম্মদ আশেক মিয়া,সাধারণ সম্পাদক : মোহাম্মদ উজ্জ্বল মিয়া
কোষাধ্যক্ষ : মোহাম্মদ আব্দুল মতিন,স্বাস্থ্য সহায়িকা ও মিডওয়াইফারী প্রতিনিধি : রেহেনা আক্তার।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের এডিটর প্রফেশনাল ম্যাগাজিন: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮