সোহানুর রহমান বাপ্পি।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সৎ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস উদ্দিন জীবন -৬৫- নামে বড় বাজারের জুয়েলারি ব্যবসায়ী জীবন নিহত হয়েছেন।
জানা যায় শুক্রবার -০৬ ডিসেম্বর- দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ -ঢামেক- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বর্ণ ব্যবসায়ী নিহত মো. জুলহাস উদ্দিন জীবন সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।প্রতিবেশীদের সাথে কথা বললে জানা যায়, ঘাতক রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী।জানা যায় মাদকের মামলায় একাধিকবার কারাগারে গেছেন। সর্বশেষ মাত্র এক সপ্তাহ আগে কারাগার থেকে বেরিয়েছেন। এসব কারণে মাদকাসক্ত রুবেলকে ছেড়ে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায় তাদের একটি ছেলে সন্তান আছে।
এছাড়াও- মো. জুলহাস উদ্দিন জীবনের সৎ ছোট ভাই মো. রুবেল মিয়া -৩৬- সর্বদাই টাকা নিতেন। মঙ্গলবার পুনরাই টাকা দাবি করে মাদকাসক্ত রুবেল টাকা না পেয়ে তার বড় ভাইকে শহরের বত্রিশ এলাকার বাসার সামনে ছুরিকাঘাত করেন । স্বর্ণ ব্যবসায়ী জীবনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । অবশেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল -৬ ডিসেম্বর- শুক্রবার- রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান৷
এ ঘটনায় এখনও কেউ মামলা করেননি। তবে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮