প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:১৪ পি.এম
কিশোরগঞ্জের যানজট সমস্যা সমাধান কোথায়

নাজমুস সাকিব, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে যানজটের মূল কারণগুলোর মধ্যে রয়েছে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা। এই সমস্যা সমাধানে পুলিশ ফুটপাত দখলমুক্ত করা ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কাজ করছে এবং জেলা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও, এটি এখনো কিশোরগঞ্জবাসীর একটি বড় সমস্যা।দীর্ঘদিন যাবৎ এ সমস্যা রুপ নিয়েছে মরন ব্যাধিতে।জেলা প্রশাসন সম্প্রতি শহর এলাকার বাইরের অটোরিকশা চালানোয় নিষেধাজ্ঞা প্রদান করেছেন।বিগত ফ্যসিস্ট সরকারের আমল থেকে অটোরিকশা মালিক সমিতি এবং কিশোরগঞ্জ ট্রাফিক পুলিশ এর সার্বিক তত্ত্বাবধানে অটোরিকশা মালিক সমিতির কিছু বিশেষ প্রতিনিধি দের কে হলুদ গেঞ্জি র মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করার জন্য নিযুক্ত করা হয়।যদিও হলুদ গেঞ্জি ধারী দের পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে অনেক আলোচনা সমালোচনার।এবিষয়ে হলুদ গেঞ্জি ধারী এবং কিশোরগঞ্জ অটোরিকশা মালিক সমিতির সহ সভাপতি প্রার্থী জাহাংগীর হোসেন কিশোরগঞ্জ লাইভ নিউজ কে দেয়া একান্ত সাক্ষাৎ কারে বলেন যানজট সমস্যা অনেক পুরাতন নতুন নয়।এ সমস্যা নিরসনে হলুদ গেঞ্জি ধারীরা জেলা ট্রাফিক পুলিশ এর সার্বিক তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে।কিন্তু আমাদের সংগঠন এর এখন পর্যন্ত কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় আমরা হতাশ হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। লাইসেন্স নিয়েও অনেক দুর্নীতি শুরু হয়েছে। যাদের লাইসেন্স দেওয়ার কথা তাদের লাইসেন্স দেওয়া হচ্ছেনা। লাইসেন্স নিতে হোল্ডিং নাম্বারের প্রয়োজন বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি লাইসেন্স নিতে হোল্ডিং নাম্বারের প্রয়োজন পড়ে তাহলে আমার যে চালক ভাইয়ের হোল্ডিং নাম্বার ত দুরের কথা ভাড়া থাকেন যারা যাদের একখন্ড জমি নেই তারা কিভাবে লাইসেন্স পাবেন?আমাদের দাবী হল অচিরেই শর্ষের মধ্যে ভুত তাড়াতে হবে অর্থাৎ লাইসেন্স প্রক্রিয়া কে সহজ এবং গরীব চালক বান্ধব করতে হবে। এবং অচিরেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে নয়ত আমরা সাধারণ চালক এবং মালিক ভাইয়েরা মিলে আন্দোলন শুরুকরতে বাধ্য হব।সুতরাং আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং নতুন নেতৃত্বের মাধ্যমে চালক-মালিক বান্ধব সমিতি পুন:গঠন হবে এটাই আমাদের প্রত্যাশা। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর পৌরসভার০২ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন হলুদ গেঞ্জি ধারীদের বিপক্ষে সমালোচনা কম নয়। তাদের বিরুদ্ধে অভিযোগ অহেতুক নিরীহ চালকদের জরিমানা করে হয়রানী করা এবং যাত্রী দের সাথে খারাপ ব্যবহার করা আমরা এর প্রতিকার চাই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২