প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৭:৪৯ পি.এম
কিন্ডারগার্ডেন শিক্ষকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে রামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
![]()
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
কিন্ডার গার্ডেন শিক্ষক অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও শিক্ষার্থীদের নিয়ে ঔদ্ধৃপ্তপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সভাপতি শাহ আলম, যুগ্ন সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মানিক,সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম, স্কাউট কমিশনার সাইদ মোঃ দেলোয়ার হোসেন,সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ। শিক্ষক নেতৃবৃন্দ বলেন কিন্ডার গার্ডেনগুলো হলো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা ছাত্রদেরকে ইচ্ছে করে নাম্বার বাড়িয়ে দিয়ে অভিভাবকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। অথচ তাদের শিক্ষার মান খুবই নিম্নমানের। আমরা সকল কিন্ডারগার্ডেন স্কুল বন্ধের দাবি জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২