ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে মান্দারবাড়িয়া বাজারে সরকারি বরাদ্ধের ১০ টাকা কেজি দরের চাউল দোকানে বিক্রির অপরাধে ডিলার রাজু ও দোকানদার হায়দার স্টোরের মালিক হায়দার আলীকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
গতকাল (১০ই নভেম্বর, ২০২১) বুধবার সন্ধ্যায় মান্দারবাড়িয়া গ্রামের মৃত মহর আলীর ছেলে হায়দার আলীকে ১০ হাজার ও ডিলার, সানবান্ধা গ্রামের কাশেম আলীর ছেলে রাজু আহাম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, নিম্ন আয়ের মানুষের জন্য সরকার নির্ধারীত ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি করার কথা থাকলেও ডিলার রাজু আহাম্মেদ হায়দার স্টোরের মাধ্যমে কালো বাজারে চাল বিক্রি করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় যায়।
অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ তে অভিযুক্ত ডিলার রাজু আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অভিযুক্ত দোকান মালিক জনাব হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮