তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৭৫ বোতল ফেনসেডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ মার্চ-বুধবার- রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল ইউপির ঘোঙ্গাগাছ এলাকায় অভিযান পরিচালনা করে মিলন বিশ্বাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি শুষ্ক পুকুরের ভিতরে বালুর নিচ থেকে ১৭৫ বোতল ফেনসেডিল উদ্ধার করা হয়। অপর আরেক মাদক কারবারি আগেই পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮