চঞ্চল,
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের গোড়ল -আমবাড়ি- এলাকা থেকে সতেরো বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ মো. মিনহাজুল ইসলাম ওরফে মিনহাস -৩৫- নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রবিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় লালমনিরহাট জেলা পুলিশ ।
লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক নির্দেশনায় রবিবার গোড়ল -আমবাড়ি- এলাকায় গ্রেপ্তার আসামী মিনহাসের বাড়িতে অভিযান পরিচালনা করে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল । সেই সময় থাকার ঘরের ভিতরে সাদা রঙের শপিং ব্যাগে রাখা ফেনসিডিল জব্দসহ মিনহাসকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তার হওয়া আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮