মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা, পিকআপ, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক কারবারি নেত্রকোনা জেলা থেকে ব্রয়লার মুরগীবাহী একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ২টার দিকে ঢাকার উত্তরা র্যাব-১ এর একটি দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে কুখ্যাত মাদক কারবারি মুন্না ও খোরশেদকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ও ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার পঞ্চনন্দপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র মো.মুন্না (২৯), নেত্রকোনা জেলার মানিন্দ্রি গ্রামের মৃত মাতাব উদ্দিন এর পুত্র খোরশেদ আলম (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জনায়,তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আমদানি করে। পরে মাদকদ্রব্য বিভিন্ন কৌশলে পণ্যবাহী গাড়িতে করে রাজধানী ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে আসছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের ওই থানায় হস্তান্তর করা হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, এ ঘটনায় র্যাব-১ এর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮