মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে দেড় বছর পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ রোববার । শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে উৎসব মুখর আমেজ । শিকক্ষকরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে শিক্ষার্থীদের । বিদ্যালয়ে উপস্থিত হতে পেরে ছাত্র- ছাত্রীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা ও উচ্ছাস থাকলেও কোন কোন অভিভাবকদের মধ্যে করোনা আতংকের কথা প্রকাশ করেছেন ।
দীর্ঘ ১৮ মাস করোনা কালিন সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রোববার খুলছে উৎসব মুখর পরিবেশে । উপজেলার সর্বত্র এ দিনকে স্বরণীয় করে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন ভাবে উদ্দোগ গ্রহণ করেছে । বেশকিছু বিদ্যালয়ে পানি উঠার কারণে শিক্ষার্থীরা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে । ভাউমান টালাবহ মডেল হাইস্কুলে এক ব্যতিক্রম উদ্দোগ গ্রহণ করেছে । দৃষ্টি নন্দন ভবনে বিভিন্ন রং , চুনকাম , বাড়ান্দায় সাড়িবদ্ধ ফুলের টব ও সিঁড়ি সজ্জিত করেছে । বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেলেও কর্তৃপক্ষ নিজস্ব উদ্দোগে ছাত্র -ছাত্রীদের যাতায়াতের জন্য বাঁশের সাকো নির্মাণ করেছে । লেখাপড়ার কোলাহল ও পরিবেশ পূন:রাই ফিরিয়ে আনার জন্য আজকের দিনকে স্বরণীয় করে রাখতে শিক্ষকরা ছাত্র ছাত্রীদেরকে রজণী গন্ধ্যা ফুলদিয়ে বরণ করেছেন । এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছাস দেখে শিক্ষক এবং অভিভাবকরাও আনন্দের সাথে সহমত প্রকাশ করেছেন । প্রধান শিক্ষক মো. হারেছ আলী বলেন, সকল স্বাস্হ্য বিধি মেনে তিন ধাপে ছাত্র ছত্রীদের বিদ্যালয়ে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে এবং ৪ বেড বিশিষ্ট আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে ।
উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, উপজেলায় সর্ব মোট ১২২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে । এর মধ্যে ১৯ টি বিদ্যালয়ে পানি উঠার কারণে বন্ধ । স্বাস্হ্য বিধি মেনে আজ ১০৩ টি সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে । সরকারী নির্দেশ মোতাবেক প্রতিদিন ৫ম শ্রেণি ক্লাশ চালু থাকবে এবং ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত সপ্তাহে ১ দিন করে ক্লাশ চলবে । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা জানান , উপজেলায় ৫৩ টি হাই স্কুল , স্কুল এন্ড কলেজ ৫টি , মাদ্রাসা ৮ টি ও কলেজ রয়েছে ৫ টি । মাত্র কয়েকটি হাইস্কুলের মাঠে পানি উঠলেও কোন শ্রেণি কক্ষে পানি উঠেনি । ফলে কঠোর স্বাস্থ্য বিধি মেনে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে চালু হয়েছে । বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি সপ্তাহে ১দিন করে এবং ১০ম শ্রেণি ও এস.এস.সি পরীক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিন ক্লাশ চালু থাকবে । কোন কোন অভিভাবকরা আশংকা প্রকাশ করে বলেন , শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি কঠোর ভাবে নিয়ম পালনে মনিটরিং ব্যবস্থা করা না হলে করোনা আমাদের পিছু ছাড়বেনা ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮