মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি র্যালী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইমরান হোসেন হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. আবুল বাশার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হোসেন খোকন,সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মো. মীর সোহেল মিয়া, মহসিন উজ্জামান, এ্যাড. মিজানুর রহমান ,ডাঃ মো. আব্দুল হান্নান, মিলি বেগম, গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবীর, শিক্ষার্থি মাশরাফি মাহিন প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮