মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ।
জানা যায়, ওই দিন রাতে মাদক বেচা-কেনা করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাখালিয়াচালা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মরিয়ম বেগম (৩৫), মহর আলী (৪০) ও শফিকুল ইসলাম (৩৮) নামে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে আডাই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮