মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করে বেড়ে গেছে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগীর সংখ্যা। প্রতি বছর গ্রীষ্মে ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগের দেখা মিললেও এবার শরতেই এর প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে চোখ ওঠা রোগ।
কালিয়াকৈর পৌর এলাকার চন্দ্রা,সফিপুর ও মৌচাক সহ উপজেলার সর্বত্র কনজাংটিভাইটিস ভাইরাস নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কল-কারখানা এলাকায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের চোখ উঠা আক্রন্তের সংখ্যা সবচেয়ে বেশ ী। সরেজমিনে বিভিন্ন কল-কারখানা এলাকা ঘুরে জানা গেছে , প্রতিটি কারখানায় গড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শ্রমিক চোখ উঠা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
এব্যাপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল-বেলাল বলেন, বর্তমানে চোখ উঠা ভাইরাসজনিত রোগীর সংখ্যা ব্যাপক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখ উঠা ভাইরাসে আক্রান্তের ধরণ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে আতঙ্ক হওয়ার কিছু নেই।
তিনি আরো বলেন, চোখ ওঠার সমস্যাটি ঋতু পরিবর্তনের সময় হয়ে থাকে। তবে এ বছর এই রোগে আক্রান্ত রোগী বেশী পাওয়া যাচ্ছে অপরদিকে চিকিৎসকরা চোখ উঠা আক্রান্তদের ড্রপ ও কালো চশমা ব্যবহারের কথা বলা হলে সুযোগ বুঝে স্হানীয় চশমা দোকানীরা কালো চশমার মূল্য চড়া দামে বিক্রি করার অভিযোগ রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮