অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাক পএিকা ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার -২৪ ডিসেম্বর- সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা ইত্তেফাক সংবাদদাতা আরিফ হোসেন খোকন। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি -অপারেশন- যোযায়ের আহম্মেদ।
প্রতিষ্টাতা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ- সাংবাদিক- এবং প্রেসক্লাবের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা দৈনিক ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য- গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান নিয়ে আলোচনা করেন।
উপস্থিত সকলে ইত্তেফাকের দীর্ঘায়ু এবং আরও সাফল্য কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮