প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১২:৪৪ পি.এম
কালিয়াকৈরে শিক্ষকদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।।
উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সচেতন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানুষের সুস্থ জীবন যাপন করার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা মানুষের জীবনে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়।
নিরাপদ খাদ্য মানুষের শরীর সুস্থ রাখে- সুস্থ জীবন যাপন নিশ্চিত করে। নিরাপদ খাদ্য পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য নিরাপদ খাদ্যের প্রয়োজন।
প্রশিক্ষক কনা সিকদার জানান, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুধু শিক্ষকদের জন্য নয়। নিরাপদ খাদ্য ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষন ছাত্র- অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষনের আয়োজন করার জন্য জেআইসিএ কৃতজ্ঞতা জানান।
রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন। বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, পশ্চিম চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনজুর রহমান প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২