মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ এলাকায় নিজ বাসভবনে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের যৌথ উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মো.মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদিন, সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বক্সী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ২৪ নভেম্বর কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন বোমার আঘাতে মারাজান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮