প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১০:৫৫ এ.এম
কালিয়াকৈরে মৎস্য খাদ্যের মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন।।

উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
কালিয়াকৈরে মৎস্য খাদ্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা চৌরাস্তা মোড়ে মৎস্য চাষী আলাল উদ্দিন মেম্বারের নেতৃত্বে সড়ক অবরোধ করে মৎস্য ফিডের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে এলাকার বিভিন্ন মাছ চাষীরা অংশ গ্রহন করেন ।এসময় বক্তব্য রাখেন মোঃ আলাল উদ্দিন মেম্বার- মোঃ ছামান উদ্দিন- মোঃ জাকারিয়া সরকার জনি প্রমূখ ।
আলাল উদ্দিন মেম্বার বলেন- মৎস্য ফিডের মূল্য দিন দিন বেড়েই চলছে প্রকারভেদে এক কেজি ফিডের মুল্য ৭৮-১৪০টাকা। ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বললে তারা জানান- কাঁচা মালের সংকট ও অধিক মূল্য বৃদ্ধির কারনে ফিডের মূল্য বৃদ্ধি পায়।আরও বলেন উচ্চ মূল্য দিয়ে ফিড ক্রয় করে মৎস্যচাষীরা স্বস্তিতে নেই। মৎস্য ফিডের গুনগত মান নিয়েও খামারীদের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে।
মৎস্য খামারীদের দাবি অনতিবিলম্বে খাদ্যের মূল্য কমানো সহ উপজেলা পর্যায়ে মৎস্য ফিডের মান যাচাই করার ল্যাব প্রতিষ্ঠা করতে হবে।
গাজীপুরে মৎস্য চাষ বৃদ্ধির কারনে মানুষের পুষ্টির চাহিদা পূরণ-কর্ম সংস্থান সৃষ্টি -দারিদ্র বিমোচন অর্থ -সামাজিক উন্নয়ন হয়েছে । গাজীপুর উপজেলার বিভিন্ন উপজেলায় অনেক শিক্ষিত তরুন ও বিভিন্ন পেশায় জড়িত থেকে অনেকেই মাছ চাষে সম্পৃক্ত রেখেছেন।
মৎস্য ফিডের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পাড়লে মাছ চাষ আরও বৃদ্ধি পাবে -যার ফলে পুষ্টির চাহিদা পূরন ও আর্থ -সামাজিক উননয়ন হবে বলে মনে করেন অভিজ্ঞ মৎস্য চাষীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২