মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার কালামপুরের পাঁচলক্ষী এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমিতে স্থানীয় অসাধু ব্যক্তিরা পাকা আধা পাকা বসত ঘর নির্মাণ করে জবরদখল করে রেখেছে। এলাকাবাসী বন বিভাগের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে অভিযোগ করা হলে যারর সত্যতা পাওয়া যায়। ফলে এ বিশেষ অবৈধ উচ্ছেদ অভিযানে বিপুল পরিমাণ জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল- মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, চন্দা বিট কর্মকর্তা ইকবাল হোসেন সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকাবাসী উপজেলার অন্যান্য এলাকায় বন বিভাগের জমি দখল মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮