মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনাটি শুক্রবার দুপুর ১২ টার দিকে। কিশোর স্থানীয় লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। নিহত হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার লতিফপুর (বাগানবাড়ি) এলাকার ফারুক হোসেনর ছেলে রাইমন হোসেন(১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার লতিফপুর (বাগানবাড়ি) এলাকায় জালাল আহম্মেদের মাছের খামার (বিলে) দুপুরে এলাকার কয়েকজন কিশোর দল বেঁধে গোসল করতে নামে। সকলে মিলে নৌঁকা দিয়ে লাফালাফি করে গোসল করতে থাকে। গোসলের এক পর্যায়ে কিশোর রাইমন পানিতে লাফ দিয়ে ডুব দিলে আর উপরে উঠে আসেনি। প্রথমে সহপাঠীরা অনেক খুঁজাখুজি করে। সন্ধান না মিললে এলাকাবাসীকে খবর দেয়া হয়। খবর পেয়ে এলাকাবাসী মিলে প্রায় ৩ঘন্টা খুঁজাখুজির পর বিকাল তিনটার দিকে নৌঁকার নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার করে। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক লাশটি অনেক আগেই মারা গিয়েছে বলে ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮