প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:০৫ পি.এম
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার।।
উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় দুদু মিয়া -৩২-নামের এক যুবককে লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে কালিয়াকৈরে তুরাগ নদীর গলাচিপা নামক স্হান থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত নিয়ামত সরকার বাড়ি গাইবান্ধা জেলায়।
স্ত্রী কোহিনূর বেগম জানান- তিনি স্বামীর সাথে কালিয়াকৈরের পূর্ব চন্দরা ভাড়া বাসায় বসবাস করতো। তার স্বামী একজন অটোরিকশা চালক। শুক্রবার রাত ১০ টার দিকে তার স্বামী অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুজির পর দুদু মিয়াকে পাওয়া যায়নি। গলাচিপা লাশ পাওয়ার খবর শোনে এসে তিনি লাশ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে অটোরিকশার জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২