মো. ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে ব্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন-২০২৫ উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত প্রস্তুতি ও ত্রাণ কার্য (চাল) বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ টায় কালিয়াকৈর উপজেলা পরিষদ সভা কক্ষে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন-২০২৫ উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভায় ত্রাণ কার্য চালের ডি,ও বিতরণ করা হয়। প্রস্তুতি ও ত্রাণ কার্য (চাল) বিতরণ সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, এম ফখরুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, খ্রীষ্টান এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়চাদ বর্মন, কোচ জেলা ব্যান্টিস্ট চার্চ ফেলোশীপের সাধারণ সম্পাদক স্তিফান বর্মন, চার্চ ও গির্জার দায়িত্ব প্রাপ্তদের মধ্যে বিনোদ বর্মন, সুশীল বর্মন, শাস্তি রঞ্জন বর্মন, মানিক বাড়ৈ, জয়ন্ত বিশ্বাস, সুবাস বৈদ্য, পল সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন খ্রীষ্টান ধর্মালম্বীদের উপজেলা ও পৌর এলাকার ২২ টি চার্চ ও গিজার প্রধান ও প্রতিনিধিগণ, উপজেলার কর্মকর্তাবৃন্দ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান ও সাংবাদিকবৃন্দ । সভা শেষে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে ৮ টি, ফুলবাড়িয়া ইউনিয়নে ৬ টি, মধ্যপাড়া ইউনিয়নে ১ টি, চাপাইর ইউনিয়নে ১টি ও পৌর এলাকায় ৬ টি সহ মোট ২২ টি চার্চে প্রতিটির মধ্যে ৫০০ কেজি করে চাল সর্বমোট ১১ টন চালের ডি,ও বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮