অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই দিনে ২৪ জন শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে কারখানায়
বিশৃঙ্খলা সৃষ্টিসহ শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা যায়। অসন্তোষের কারণে কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ।
শিল্প পুলিশ ও শ্রমিক সুত্রে জানা যায়- রোববার -২২ সেপ্টেম্বর- থেকে উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবি জানিয়ে আসছিল। আন্দোলনের নামে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি ও অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।এঘটনার পরের দিন সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এসময় কিছু শ্রমিক জোরপুর্বক কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুরে লিপ্ত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ- থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণান্ত চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল
থেকে ৬ জন শ্রমিককে আটক করে যৌথ বাহিনী। এছাড়া রোববার উপজেলার মৌচাক কোকোলা ফুড প্রোডাক্ট ও বক্তারপুর এলাকার ইকুনিক্স কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮জন শ্রমিককে আটক করে যৌথ বাহিনী।
গাজীপুর শিল্প পুলিশের -জোন-২- পরিদর্শক নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি
নিশ্চিত করে বলেন- কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রোববার ১৮ জন ও সোমবার সকালে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিক অসন্তোষের কারণে কোকোলা ফুড প্রোডাক্ট লি: ও ইকোনিক্স কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮