মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪টি অবৈধ করাত কলের মালিককে ভ্রাম্যমাণ আদালত প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওই অবৈধ কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি বলেন চারটি অবৈধ কলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী, চন্দ্রা বিট অফিসের বিট স্টাফ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮