
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কোচ সম্প্রদায়ের বিহু উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷
আলোচনা সভার সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর৷ একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, শেরপুর জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ,কোচ লেখক ও গবেষক যুগল কিশোর কোচ, সমাজকর্মী সুশান্ত কোচ।
আলোচনায় অতিথিরা বলেন,বিহু উৎসব কোচ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা তাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ৷ বিহু উৎসব হল কোচদের বর্ষবরণের উৎসব। কোচ নৃত্য ও গীতের মাধ্যমে বিহু উৎসব উদযাপিত হয়। কোচদের বর্ণিল ও বৈচিত্র্যময় বিহু উৎসবকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
শেষে সন্ধ্যায় বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীবৃন্দরা
বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে নিজেদের গৌরবের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরেন।