বিজয় চৌধুরী, ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কয়েকজন কিশোরকে কান ধরে ওঠ–বস করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও মানবাধিকারকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও সংলগ্ন মাঠ এলাকায় কয়েকজন কিশোরকে শাস্তিস্বরূপ কান ধরে ওঠ–বস করানো হচ্ছে। ঘটনাস্থলে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার উপস্থিতি এবং তার ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই এটিকে ক্ষমতার অপব্যবহার ও অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করেন।
ঘটনার পর সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় মাঠে দীর্ঘদিন ধরে অনাবাসীদের অবাধ প্রবেশ, নারীদের হয়রানি ও নিরাপত্তাজনিত সমস্যা চলছিল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি আরও উল্লেখ করেন, শারীরিক বা মানসিকভাবে কাউকে শাস্তি দেওয়ার অধিকার তার নেই এবং তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
সমালোচনার প্রেক্ষিতে সর্বমিত্র চাকমা জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি যে দায়িত্ব পালন করার কথা ছিল, সেখানে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। এজন্য নৈতিক দায় স্বীকার করে তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি স্পষ্ট করেন, এই পদত্যাগ কোনো চাপের মুখে নয়; বরং নিজের বিবেক ও দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত।
ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ শিক্ষার্থী শাস্তিমূলক আচরণের নিন্দা জানালেও, আরেক অংশ কেন্দ্রীয় মাঠের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন—বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা ও নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি।
এই ঘটনাটি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতার সীমা, মানবিক আচরণ এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, শৃঙ্খলা রক্ষার নামে কোনো ধরনের শারীরিক বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮