পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির রেণু পোনা নিধনের অভিযোগে চার জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মোঃ বাদশা হাওলাদারের ছেলে মোঃ রহিম হাওলাদার -৩০- মোঃ মকবুল শেখের ছেলে মোঃ হবি শেখ -৫০- মোঃ মজিবর শেখের ছেলে মোঃ মুহিদুল শেখ -২১- ও আল আমিনের ছেলে মোঃ রাকিব। তাদের সবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে লক্ষাধিক ঝাটকা ইলিশ ও রেণু পোনাসহ চার জেলেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এসময় জব্দকৃত পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮