শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার শহরের কলাতলীতে নি,ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে আ,টক করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নি,ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। মিছিলটি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু হয়ে প্রধান সড়কের দিকে অগ্রসর হয়। এতে অংশ নেয় প্রায় ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, ঘটনায় মোট ৩৮ জনকে আ,সামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত আসামীও রয়েছে।
পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “মিছিলের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনজনকে সনাক্ত করে আ,টক করা হয়েছে।”
আ,টককৃতরা হলেন—কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল এবং সমিতিপাড়ার আওয়ামী লীগ নেতা মোস্তাক।
পুলিশ জানায়, কলাতলীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮