ইবি প্রতিনিধি:
পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ।
সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশ সূত্রে, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের Old Dominion University—এর অধীনে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে তিনি যোগদান না করে ১০ জুন (২০২৩) হতে ৯ জুন (২০২৪) তারিখ পর্যন্ত ১ (এক) বছরের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাঁর আবেদনটি ২ অক্টোবর (২০২৩) তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। ১৭ অক্টোবর, ২০২৩ সম্বলিতপত্রে আগামী ১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হলে তিনি যোগদান না করে পুনরায় দ্বিতীয় মেয়াদে ১০ জুন ২০২৪ হতে ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ১ (এক) বছর শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তাঁর আবেদনটি শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৯৬ তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। উক্ত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ নভেম্বর (২০২৪) সম্বলিত পত্রে আগামী ১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলে তিনি যোগদান না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তিনি কর্মস্থলে যোগদান না করায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য গত ২৬ ফেব্রুয়ারিতে (২০২৫) অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ৩০ অক্টোবর (২০২৫) তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৬নং সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ-এর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির চরম লঙ্ঘন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির 3(h) ধারা মোতাবেক তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির 4(1) (f) ধারা মোতাবেক গত ১০ জুন (২০২৩) তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকুরী হতে তাঁকে অপসারণ করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮