প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ১০:০৯ এ.এম
কর্মচারীদের চাকুরী নিয়মমিত করার দাবিতে কর্মবিরোতি চলে পল্লীবিদ্যুৎ সমিতি।।

নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মমিত করার দাবিতে নীলফামারীতে অনির্দিষ্টকালের কর্মবিরোতি চলছে পল্লিবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সকাল থেকে নীলফামারী পল্লিবিদ্যুৎ সমিতির কাযালয়ের কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোতি শুরু করে।একই ভাবে জেলার চারটি জোনাল কাযালয়েও একযোগে এই কর্মবিরোতি শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে কর্মবিরোতি চললেও বিদ্যুৎ সরবারহ ও জরুরী গ্রাহক সেবা চালু রেখেছে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানায়- বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড ও পল্লিবিদ্যুৎ সমিতি একীভূত না করায় সারা দেশের ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী উপর নির্য়াতন-নিপিড়ীন শোষণ চালিয়ে আসছে পল্লি বিদ্যুতায়ন বোর্ড। শুধু তায়নয় মানহীন বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি করে আসছে পল্লি বিদ্যুতায়ন বোর্ড। সরকারি সকল সুযোগ সুবিধা পল্লি বিদ্যুতায়ন বোর্ড ভোগ করলেও বঞ্চিত করা হয়েছে পল্লিবিদ্যুৎ সমিতিকে।
তাই দ্রুত আরইবি-পিবিএস একীভুতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী নিয়মিত করণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
নীলফামারী পল্লি বিদ্যুৎ সমিতির কার্য়ালয়ে কর্মবিরোতি চলাকালে সেখানে বক্তব্য রাখেন নীলফামারী পল্রি বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন- ডোমার জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মোকলেছুর রহমান- কিশোরগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনালের ম্যানেজার মোর্শেদুল ইসলাম প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২