দৈনিক আজকের বাংলা ডেস্ক
করোনাভাইরাস সংক্রমনের কারনে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। সংক্রমনের করনে এ ঘোষনা প্রদান করেছে সরকার ।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমন রোধে ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে।
এর আগে শুক্রবার বিকাল ৫টা থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় শুরু হওয়া লকডাউন ১৭ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
লকডাউন চলাকালীন রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোনো পরিবহন চলবে না। এসময় সব দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। নগরীতে রিকশা, অটোরিকশাও চলবে না।
রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮