শওকত আলম, কক্সবাজার:
শীত মৌসুমের পর্যটনকে সামনে রেখে আজ ১ ডিসেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। বহু প্রতীক্ষিত এই রুটে সকালে নুনিয়ারছড়া ঘাট থেকে একে একে ছেড়ে যায় এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদসহ তিনটি অনুমোদিত জাহাজ।
প্রথম দিনেই জাহাজগুলোতে ১,১৭৪ জন পর্যটক সেন্ট মার্টিনে পৌঁছান। পর্যটকের চাপ বিবেচনায় প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ জন যাত্রীকে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ মৌসুমে জাহাজগুলো সাধারণত সকাল ৭টা থেকে ১০টার মধ্যে কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং ফিরতি যাত্রা হবে বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে। আবহাওয়া ও জোয়ার–ভাটার ওপর ভিত্তি করে সময়সূচি সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে।
টিকিটের মূল্য জাহাজ ও আসনের ধরনভেদে ভিন্ন। ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট ২,২০০ থেকে ২,৫০০ টাকা, আর বিজনেস, লাউঞ্জ, কেবিন বা ভিআইপি কেবিনের ভাড়া ৩,২০০ থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত। প্রাইভেট বা বিলাসবহুল জাহাজে এই মূল্য আরও বাড়তে পারে।
এ বছর বিশেষভাবে চালু হয়েছে রাত্রিযাপনের অনুমতি, যা ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। তবে সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে—সৈকতে আলোকসজ্জা, বড় শব্দের স্পিকার, বারবিকিউ, মোটরচালিত যানচলাচল, পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রশাসন ও জাহাজ কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করেই এ মৌসুম চালানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ চলাচল শুরু হওয়ায় শীত মৌসুমে কক্সবাজার ও সেন্ট মার্টিনে পর্যটনের নতুন প্রাণ ফিরে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮