কক্সবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় মা ও ছেলের হাতে রীতিমতো গড়ে উঠেছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোঃ সাকিল (২৮) ও তার মা কইতুরি ওরফে ‘গাঁজা সুন্দরী’ এ ব্যবসা চালিয়ে আসছেন। তাদের মাদক কারবারের কারণে এলাকায় বাড়ছে গাঁজা ও ইয়াবাসেবীর সংখ্যা, নষ্ট হচ্ছে উঠতি বয়সী কিশোর-তরুণদের ভবিষ্যৎ।
স্থানীয়রা জানান, কসাই নুরুল ইসলামের ছেলে মোঃ সাকিল পেশাদার ইয়াবা ব্যবসায়ী। শহরের লাইট হাউস কটেজ জোনে ইয়াবার পাইকারি সরবরাহ দেন তিনি। কটেজ জোনের কয়েকজন খুচরা ব্যবসায়ীসহ সি-পাল হোটেল সংলগ্ন এলাকাগুলোর চিহ্নিত বিক্রেতাদের সঙ্গে নিয়মিত তার যোগাযোগ রয়েছে। সন্ধ্যার পরপরই সাকিল ছিনতাই ও ডাকাতির অভিযোগে তালিকাভুক্ত কয়েকজনের সঙ্গে নিয়ে সেখানে মাদক বিক্রিতে যান।
অন্যদিকে, তার মা কইতুরি প্রকাশ্যে নিজ বাসায় বসে গাঁজা বিক্রি করে চলেছেন। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কইতুরির কারণে বাদশাঘোনাসহ আশপাশের এলাকায় গাঁজার ছড়াছড়ি বেড়েছে। দিনে দিনে নতুন নতুন খুচরা ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা বাড়ছে।
স্থানীয়রা আরও জানান, মোঃ সাকিল টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে শহরে দ্বিগুণ দামে বিক্রি করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার গ্রেপ্তার ও জেল খাটার ঘটনা ঘটেছে। তবে জেল থেকে বের হয়ে ফের সক্রিয় হয়ে ওঠেন তিনি।
মাদক বিক্রি ছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ রয়েছে। এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেক মা-বোন রাস্তাঘাটে চলাচল করতে ভয় পান, স্কুলছাত্রীদের উত্যক্ত করা হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের ফাঁদে আটকে পড়ছে।
স্থানীয় সচেতন মহল হুঁশিয়ারি দিয়ে বলেন, মোঃ সাকিল ও তার মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন।
স্থানীয় যুব সমাজ ও সমাজকর্মীরা বলেন, এখনই ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী অবস্থান নিতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে এবং জনগণকেও যার যার অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মা-ছেলের বিষয়টিও নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। তবে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”
এদিকে, মোঃ সাকিল ও তার মায়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি এবং পরবর্তীতে ফোন রিসিভ করেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮